ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে অভিযান পরিচালনা করে ১৫ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ সুপার জনাব,মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম স্যারের নির্দেশনায় ফুলপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।তারই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ ফুলপুর থানার নেতৃত্বে,পুলিশ পরিদর্শক (তদন্ত),সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ১৫টি জিআর তামিল করেন।জিআর গ্রেফতারী পরোয়ানায় ১৫ জনকে গ্রেফতার করেন। তারা হলেন, ময়মনসিংহ এর ফুলপুর থানার ,এফআইআর নং-২০, তারিখ-২২ মার্চ ২০১৫ এর ওয়ারেন্টভূক্ত আসামী কালা চাঁন।ফুলপুর থানার এফআইআর নং-৫, তারিখ-০৭ মে, ২০২৩ এর ওয়ারেন্টভূক্ত আসামী ১। জুলেখা খাতুন (২১), ২। কমলা (৪৩), ৩।মোঃ কবির উদ্দিন,৪।আনিছ মিয়া, ৫।গিয়াস উদ্দিন, ফুলপুর থানার নন জিআর নং-১৩০/২৩, তারিখ-০৩ জানুয়ারি এর ওয়ারেন্টভূক্ত আসামী ১।সোহেল মিয়া (৩২), ২।আব্দুস ছোবান (৪৫), ৩।ছুবেরা খাতুন (৫৫), ৪।তোফাজ্জল হোসেন (৩৮), ৫।তাজুল ইসলাম (৪৫),৬। মনোয়ারা খাতুন (৩২),৭।রফিকুল ইসলাম (৩৫),ফুলপুর থানার জিআর নং-১৩১/২৩ এর ওয়ারেন্টভূক্ত আসামী ১। ফয়েজ উদ্দিন, ২।আক্কাছ আলী এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মো:মাহাবুবুর রহমান জানান গ্রেফতারকৃত আসামিদের কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।