ফুলপুরে থানা পুলিশের অভিযানে গ্রেফতার ইয়াবা ব্যবসায়ী-১
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুবুর রহমান নির্দেশে ফুলপুর থানার এসআই মো. রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি টিম মাদক উদ্ধার অভিযান পরিচানা করিয়া (২৩ মে ২০২৪)গভীর রাত ৩টা ৫০ মিনিটের সময় ফুলপুর থানাধীন ২নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজারস্থ জনৈক সুজনের সেলুনের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মো. আমিনুল ইসলাম (৩২), পিতা-মৃত নবী হোসেন কারী, মাতা-মোছা. জহুরা খাতুন, সাং-রামভদ্রপুর নয়াপাড়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করেন ফুলপুর থানা পুলিশ।
ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন জানান,তাহার হেফাজত হইতে ০৫টি নীল রংয়ের বায়ুরোধক জিপার (পলিকাগজ) এর ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ১,০০০ (এক হাজার) পিচ এ্যামফিটামিনযুক্ত হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ওজন .১০ X ১০০০= ১০০(একশত) গ্রাম, মূল্য অনুমান (১০০০ X ৩০০)=৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুবুর রহমান জানান ফুলপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।