মঙ্গলবার , ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৩০ বছরেও এমন ভয়াবহ বন্যা দেখেনি ফুলপুরে

সেলিম রানা, ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ছনধরা ইউনিয়ন, সিংহেশ্বর ইউনিয়ন ও ফুলপুর সদর ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের মানুষ পানিবন্দি অন্তত ৬০ হাজার মানুষ। গত রবিবার থেকে মানুষকে উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন। এতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলপুর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি ঘর ফসলে জমি তলিয়ে যাচ্ছে । ৩ টি ইউনিয়নের প্রায় ৬০ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ফুলপুর উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার ৭৪০হেক্টর জমির আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে। ছনধরা ইউনিয়নের চিকনা গ্রামে মজিবুর রহমান জানান, শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে মালিঝি নদী হয়ে ফুলপুরে পানি প্রবেশ করে ও আমার জীবনে এমন ভয়াবহ বন্যা দেখেনি কখনো। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি.এম আরিফুল ইসলাম বলেন, নালিতাবাড়ী এলাকা থেকে পানি নেমে উপজেলার ছনধরা ইউনিয়ন, সিংহেশ্বর ইউনিয়ন ও ফুলপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। আমাদের উদ্ধার কার্যক্রম সকাল থেকে চলছে। স্থানীয় নৌকা ও স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কয়েকশ মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। ফুলপুর উপজেলা কৃষি অফিসার মোঃ ফারুক আহাম্মেদ জানান ,সিংহেশ্বর ইউনিয়ন, ছনধরা ইউনিয়ন ও ফুলপুর সদর ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে সাড়ে ৪ হাজার ৭৪০হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত। এরমধ্যে ১১হাজার ৪৯০হেক্টর জমির অবস্থা বেশি খারাপ। এছাড়া ৮হেক্টর সবজি ও ৩ হেক্টর মাষকলাই পানিতে নিমজ্জিত রয়েছে।