1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে প্রণোদনার বীজ–সার বিতরণে লটারি অনুষ্ঠিত ফুলপুরের গর্ব আব্দুল্লাহ আল মাসুম কুরআনের আলোয় আলোকিত হলো ফুলপুর, উজ্জ্বল বাংলাদেশের মুখ মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক নির্বাচিত এ.কে.এম. আজাদকে ফুলের শুভেচ্ছা বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা ফুলপুরে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে রাস্তা মেরামত  ফুলপুরে রহিমগঞ্জ ইউনিয়নে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রিক্সা প্রতীকের জনসভা অনুষ্ঠিত রাস্তা সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ৫ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, চরম ভোগান্তিতে এলাকাবাসী ফুলপুরে বালিয়া বাজারে তারেক রহমানের ৩১ দফার দাবিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা

যানজট নিরশনে ব্যবসায়িদের সতর্কবার্তা ফুলপুর থানা পুলিশের

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ
যানজট কমাতে ব্যবসায়িকদের দুয়ারে দুয়ারে গিয়ে নানান সতর্কবার্তা দিয়েছেন ফুলপুর থানা নব যোগদানকৃত ওসি ।
জানা গেছে, পুলিশ সুপার জনাব মাছুম আহম্মদ ভুঞা পিপিএম স্যারের দিক নির্দেশনায় যানজট নিরসন সহ ব্যবসায়িক ও ক্রেতাদের ১শ ভাগ নিরাপত্তার মধ্যে দিয়ে নিরাপদে রাখার জন্য বেপক আইন-শৃঙ্খলার মধ্যদিয়ে কাজ করছে ফুলপুর থানার পুলিশ বাহিনী।
তারই ধারাবাহিকতায় স্থানীয় ব্যবসায়িক সমিতির সদস্যদের নিয়ে ১৩ জানুয়ারি শনিবার দুপুরে পৌরসভার বিভিন্ন শপিং মহল ও বাজার পরিদর্শন করছেন ফুলপুর থানার নব যোগদানকৃত ওসি মোঃ মাহবুবুর রহমান ও সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন সহ পুলিশের একটি টিম ।
এ সময় ব্যবসায়িক ও জনগণের উদ্দেশ্যে ফুলপুর থানার নবাগত ওসি মোঃ মাহবুবুর রহমান ও সেকেন্ড অফিসার (এসআই) মোঃ সুমন মিয়া বলেন, আপনারা যেন সুষ্ঠুভাবে ব্যবসা এবং কেনাকাটা করতে পারেন। সেজন্যই সিএনজি, অটো, রিশকা মোটরসাইকেল ইত্যাদি যানবাহন রাস্তার উপর পার্কিং করা যাবে না, বাজারের বিতর মূল্যরাস্তার উপর পলিথিন টানিয়ে ব্যবসা ও গাড়ি পার্কিং করে মালামাল নামানো বা রাখা যাবে না ? দোকানের মালামাল রাস্তায় সাজানো যাবে না ? যানজট না বাজে সে দিকে সবাইকে নজর রাখতে হবে। যানজটের ভিড়েই কিন্তু প্রতারক চক্র, মলম পার্টি, অজ্ঞান পার্টি, চুরি, ছিনতাই হয়ে থাকে। আপনারা যদি সচেতন না হন। তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। এসময় সাথে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, আমুয়াকান্দা বাজারের ব্যবসায়িক সমিতির উপদেষ্টা এম সিরাজুল হক, সাবেক সভাপতি শরিফ ইসলাম, সবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, পৌরঃ আঃ লীগ সদস্য মোজাম্মেল হক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ তপু রায়হান রাব্বি সহ ঘনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুলপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান মহোদয় সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যদি সকলেই সহযোগিতা করে ইনশাআল্লাহ জনগণের কল্যাণে আমরা ২৪ ঘন্টা সঠিক পথে কাজ করতে পারবো। তাই থানার পুলিশকে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, যেকোন বড়ধরনের টাকা পরিবহনের সময় পুলিশের সহায়তা নিন। রাস্তায় চলাচলের সময় অপিরিচিত লোকের দেওয়া কোন কিছু খাবেন না। যেকোন ধরনের প্রলোভন পরিত্যাগ করতে হবে। যে কোন ধরনের পুলিশি সেবা নিতে ফোন করুন- অফিসার ইনচার্জ : 01320103451, ডিউটি অফিসার : 01320103456 অথবা, ৯৯৯ নাম্বারে। তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। সেবা নিন, ভালো থাকুন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost