ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
ফুলপুর প্রেসক্লাবের এক জরুরী সভা রোববার রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোখছেদুল হক দুলালের (আলোকিত বাংলাদেশ) আহবানে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক, বিজ্ঞাপন বৈষম্যসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে।
ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিনের (যুগান্তর) সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের (স্বদেশ সংবাদ) সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন (ভোরের ডাক/আজকের বাংলাদেশ), প্রেসক্লাব সহ সভাপতি ফুলপুর রিপোটার্স ইউনিটির সভাপতি ক্বারী সুলতান আহম্মাদ (দৈনিক জাহান), প্রেসক্লাব সহ সভাপতি নজরুল ইসলাম ফকির (দৈঃ বাংলার দর্পণ), প্রেসক্লাব সহ সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম (দৈঃ দেশেরপত্র), সাংবাদিক তোফাজ্জল হোসেন (দি ডেইলি অবজারভার), মোঃ আবু রায়হান (দৈনিক ভোরের ডাক), গোলাম মোস্তফা (দৈনিক কালবেলা), সেলিম রানা (দৈঃ প্রতিদিনের সংবাদ), মফিদুল ইসলাম (দি ডেইলি এশিয়ান এইজ), উজ্জল চৌধুরী (অপরাধ অনুসন্ধান), নুর হোসেন খান (শীর্ষ খবর), তপু রায়হান রাব্বি (দৈঃ আজকের সংবাদ), বাহার উদ্দিন (দৈঃ আলোকিত দেশ), জুয়েল রানা (দৈঃ অপরাধ অনুসন্ধান), মাসুদ রানা (দৈনিক খবরপত্র), মিজানুর রহমান সুজন (সিএন নিউজ), রবিউল হক বাবু (দৈঃ বাংলাদেশ সকাল), ইকবাল হুসাইন (দৈঃ দেশের খবর), ফয়জুর রহমান (সাঃ পরিধি), হাকীম এস,এম শামীম (দৈঃ পরিবর্তণ) প্রমুখ।