সোমবার , ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফুলপুরে ১৮২০হেক্টর জমিতে সরিষা চাষ মধু আহরণে কৃষকের মাঝে পাঁচটি মৌ বাক্স বিতরণ

তপু রায়হান রাব্বি,নিজস্ব প্রতিবেদকঃ
কৃষকের বাংলাদেশ, কৃষির বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষের উদ্যোগ । তারি ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বছর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগ ও তত্ত্বাবধায়নে এ বছর ১,৮২০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে, যা যে কোন বছরের থেকে প্রায় ৩.৫ গুন বেশি। এছাড়াও সরিষা থেকে মধু আহরণে কৃষকদের মাঝে মোট ৫ টি মৌ বাক্স বিতরণ করা হয়েছে। বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষক উদ্বুদ্ধ হয়ে এ বছর ব্যাপক পরিমাণে কৃষক চাষ করেছে সরিষা। আর সেই সব সরিষার মাঠ সব সময় পর্যবেক্ষণে কাজ করছেন উপজেলা কৃষি অফিসারের আওতায় দিন একদল ফ্রিল্ড অফিসার। আর সেই সব সরিষার ফুল থেকে মধু চাষের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে সদর ফুলপুর ইউনিয়নে ডেফুলিয়া বাশতলা এলাকায় সরিষা চাষের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান। এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু প্রমূখ।