বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান আজ(৯ডিসেম্বর)
মঙ্গলবার বিকেল ৪টায় সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাদিয়া ইসলাম সীমার সঙ্গে।
সাক্ষাৎকারের শুরুতেই ওসি মোহাম্মদ রাশেদুল হাসান ইউএনও মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি নিজের পরিচয় তুলে ধরেন এবং ফুলপুর থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিজের দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় ইউএনও সাদিয়া ইসলাম সীমা-ও নবাগত ওসিকে ফুল দিয়ে স্বাগত জানান। পাশাপাশি তিনি প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনার আশ্বাস প্রদান করেন।
দু’জনের এ আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফুলপুরের প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
সমন্বয়, সম্পর্ক ও পারস্পরিক মমত্ববোধে সমৃদ্ধ এই উদ্যোগ উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থায় আনবে নতুন ইতিবাচক ধারা।