ইপেপার / প্রিন্ট
বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুরে পয়ারী রোডের রাস্তা সংস্কারে নিম্ন মানের ইট ব্যবহারে ফুলপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মাধ্যমে অভিযোগ পাওয়ায় দ্রুত গতিতে পরিদর্শনে এসে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন ইউএনও এবি.এম আরিফুল ইসলাম। ফুলপুর আমুয়াকান্দা বাজার হতে বাহাদুরপুর রাস্তায় নিম্নমানের ইট সুরকী দিয়ে কাজ করার অভিযোগের ভিত্তিতে আজ (৪ফেব্রুয়ারি)সকাল ১০টা ৩০ মিনিটে পরিদর্শনে যান ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবি.এম আরিফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ও সাইট ইঞ্জিনিয়ার ও ৬নং পয়ারী ইউনিয়নের সফল চেয়ারম্যান মো:মফিদুল ইসলাম। পরিদর্শন শেষ করে কাজের মান নিশ্চিত করার নির্দেশনা দেন সাইট ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষকে। সেই সাথে বিষয়টি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ময়মনসিংহ মহোদয়কে অবগত করেন।এর প্রেক্ষিতে নিম্নমানের খোয়া অপসারণের জন্য পত্র দেওয়া হয় এবং নিম্নমানের খোয়া অপসারণের কাজ শুরু হয়।সুন্দর ও প্রশংসনীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখায় ইউএনও এবি. এম আরিফুল ইসলাম কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন পয়ারী ইউনিয়নের সুশীল সমাজ।