মোহাম্মদ বিপ্লব সরকার।। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। শনিবার ২ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয়ের মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদাউসের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শ্যামল কৃষ্ণ পাল,আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ, শরিফুল হাসান ও আতিকুল্লাহ যৌথ সঞ্চালনায় ও ধারা বর্ণনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। দেহের উন্নতি খেলায়,মনের উন্নতি পড়ায় ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক এীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,জাতির পিতা, শহিদ ও চার নেতাকে। করোনার পর আজকে আমরা ক্রিড়া প্রতিযোগিতায় মিলিত হয়েচি আমরা চাই সাবলিল পরিবেশ। আমরা কেমন ভবিষ্যত চাই। আমরা যেমন পরিবেশ চাই তারা সেই পরববেশে গড়ে উঠবে পরিবারেন পর আমাদেন সন্তানদের পরিব্র শিক্ষা প্রতিষ্ঠান। কষ্টে যে জিনিষ লাভ করা হয় তার ফল অনেক। আমি তিনটি বিষয় পছন্দ করি আল্লার রহমত, পরিশ্রম ও মা বাবার দোয়া। তোমরা মা বাবার দোয়া নিয়ে কোনো কিছু করো দেখবে সেই কাজে স্বার্থকতা পাবে।তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে চেয়ে ছিল। তোমরা প্রজম্ম, তেমাদের হাত ধরে সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার বলেন, সকলকে শুভেচ্ছা জানাই। এ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় শত বছরের ও বেশি পুরনো। শতবর্ষের পুরাতন এ বিদ্যালয়ের সুনাম তোমাদের কে ধরে রাখতে হবে। তোমরা শিক্ষার্থীরা কেউ কাউে ধাক্কা দিয়ে এগিয়ে যাবার চেষ্টা করবে না । প্রতারনা করে না। মাদকের সাথে যুক্ত হয়ে না। বর্তমানে কিশোর গ্যাং তোমরা হবো না। কারণ তোমাদের নিয়ে বাবা মা অনেক কিছু আশা করছে।এ বয়সে অর্থাৎ আমাদের আমলে আমরা বোকা ছিলাম। আর তোমরা ডিজিটাল যুগের। তোমরা নিজেদের কে যোগ্য হিসেবে নিজেই গড়ে উঠে হবে।বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা। আর সেই সোনার বাংলা তোমরাই গড়ে তুলতে ভুমিকা রাখবে।তোমরা কর্মদক্ষতার মাঝে এগিয়ে যেতে হবে।
এরপর ক দলের ১শ মিটার দৌড়, অংক দৌড়, মোরগ লড়াই ও চেয়ার দখল। খ দলের ১শ মিটার দৌড়, অংক দৌড়, মোরগ লড়াই ও বস্তা দৌড়। মধ্যম দলের ১ শ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ ও অংক দৌড়। বড় দলের ১ শ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ ও ধীরে চালাও সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিথিগন সব শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করেন। এ সময় আরো উপস্হিতি ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবরক সভাপতি কাজী সাহাদাত, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, সাবেক পন্ডীত শিক্ষক নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সহকারি কমিশনার দেবজানি করসহ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ। শুরুতে অতিথিদের কে ফুলের শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে দেয়া হয়।অতিথিগন জাতিয় স্যগিতের মাধ্যমে জাতিয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোর আন থেকে তেলোয়াত করেন দশম শ্রেণীর ছাত্র মাহে আলম ও গীতা পাঠ করেন নবম শ্রেণীর ছাত্র দেরজিৎ সাহা।