নিজেস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসন, এর উদ্যোগে (১০-১১ জানুয়ারি) ২ দিন ব্যাপী উপজেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন হয়েছে।
আনুষ্ঠানিকতার মাধ্যমে ১০ জানুয়ারি রোজ সোমবার এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ এনামুল হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, পৌরসভার মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন ফকির, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তারেক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর,উপজেলা মাধ্যমিক শিক্ষা মোঃ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত থেকে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।