রিপোর্ট-হৃদি মোতালেব।। ১৯ এপ্রিল/২০২২ এর ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড়ে হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউপির বনগ্রাম এলাকার ব্রীকফিল্ডে শ্রমিকদের বসবাসের অপরিকল্পিতভাবে নির্মিত ঘর ভেঙে সাতক্ষীরা জেলার ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আহত শ্রমিকদের গতকাল দুপুরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মুমুর্ষ ২ জনকে ময়মনসিংহ শহরে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়।পরে এক জনের পথিমধ্যে মৃত্যু হয় বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার Pranesh Pondit আহত শ্রমিকদের চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে,হাসপাতালে কারো মৃত্যু হয়নি বলে জানান।
এ ব্যাপারে দুর্ঘটনাস্থল সাদিয়া ব্রিক্স এর মালিক আবু তাহের মুঠো ফোনে ৩ জন আহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন কেউ মারা যায়নি,তবে গুরুতর আহত একজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সরেজমিন ঘুরে জানা যায়,অবৈধভাবে গড়ে উঠা দু’ফসলি জমিতে স্থাপিত ব্রিকফিল্ডে কোন লেবার কোড মানা হয়নি।শ্রমিকদের জন্যে নির্মিত ঘরগুলোতে সিমেন্টের বদলে শুধুমাত্র রাবিশ ব্যবহার করা হয়েছে।ফলে কাল বৈশাখী ঝড়ে সহসাই ঘরগুলো ভেঙে পড়ে শ্রমিকরা আহত হয়।