নিজেস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের হালুয়াঘাটের নির্মাণাধীন ১৪টি আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার মাননীয় প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
জানা গেছে, উপজেলার ২ নং জুগলি ইউনিয়নে ১০ই জানুয়ারি রোজ সেমবার বিকেলে ভূমিহীনদের জন্য মুজিব শতবর্ষের নির্মাণাধীন ১৪টি আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার মাননীয় প্রশাসক মোঃ এনামুল হক। পরিদর্শনকালে ঘরের নির্মাণ সামগ্রী ও কাজের গুনগত দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। এ সময় স্থানীয় লোকজন দের সাথে এই বিষয়ে কথা বলেন এবং তাদের পারিবারিক খোঁজখবর নেন । আশ্রয়ন প্রকল্প পরিদর্শন কালে জেলা প্রশাসক এর সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলালউদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।