সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা সাজু এমপি। বিশেষ অতিথি ছিলেন দশমিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাভোকেট ইকবাল মাহামুদ লিটন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান কাজী আবুল কালাম প্রমুখ।