মোঃ জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার। সুপার কম্পিউটার হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। যা ডাটাকে দ্রুততম সময়ে প্রসেস করতে পারে। সুপার কম্পিউটার সাধারণ কম্পিউটারের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন। যদিও এই কম্পিউটার অনেক বেশি শক্তিশালী কিন্তু এটি অনেক ব্যয়বহুল।এই কম্পিউটার সাধারণ কোন কাজে ব্যবহার করা হয় না। বৈজ্ঞানিক গবেষণা, প্রশাসনিক কর্মকান্ড, বড় কোন প্রতিষ্ঠান, রিসার্চ এবং ডেভেলপমেন্ট, আবহাওয়ার পূর্বাভাস, রোগ নির্ণয় (যেমন স্ট্রোক, মস্তিষ্কের আঘাত, রক্ত প্রবাহ ইত্যাদি), সামরিক বাহিনী এবং অস্ত্র পরীক্ষার জন্য, বিভিন্ন ধরনের অ্যানিমেশন কাজ এছাড়া অনলাইন গেমিং ইত্যাদি কাজের জন্য এই কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটারে এক সাথে একাধিক কর্মী কাজ করতে পারে। এতে মাল্টিটাস্কিং সুবিধা রয়েছে।সুপার কম্পিউটার আবির্ভাব ১৯৬০ দশকে ঘটে। সুপার কম্পিউটার আবিষ্কার করেন Seymour Cray ও Boris Babayan. CDC 6600 বিশ্বের প্রথম কম্পিউটার যেটি 1964 সালে তৈরি করা হয়েছিল।সুপার কম্পিউটারের বৈশিষ্ট্যঃ১. দ্রুত তথ্য প্রসেসিং করতে সক্ষম হয়।২. 64 বিট বা তার থেকে বেশি মাইক্রোপ্রসেসর চিপ ব্যবহার করা হয়।৩. প্রসেসিং স্পিড 100 Million instructions per second (MIPS) পর্যন্ত হয়ে থাকে।৪. এটি হলো বিশ্বের সবথেকে শক্তিশালী এবং মূল্যবান কম্পিউটার ।৫. Data storage capacity সব থেকে বেশি।৬. অনেকগুলি প্রসেসর থাকে এর ফলে একসাথে অনেক কাজ (multiple tasks) করা যায় ।৭. এই ধরনের কম্পিউটার গুলো অল্প সময়ে প্রচুর পরিমাণ গণনা করতে পারে।৮. অনেক ব্যক্তি একই সময়ে super computer অ্যাক্সেস করতে পারে।