সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামে স্ত্রীকে হত্যা করে আত্নহত্যা করেছেন বাচ্চু মিয়া (৫৭) নামক এক ব্যক্তি। তার স্ত্রীর নাম স্বাধীন আক্তার (৫০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। স্বামী বাচ্চু মিয়ার জুয়া খেলার অভ্যাস ছিলো।
মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী উভয়েই বসত ঘরে শোয়ে থাকেন। বুধবার বিকেল পর্যন্ত তারা ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের লোকজন ঘরের বেড়ার ফাঁকে উঁকি দিয়ে দেখেন বাচ্চুর মিয়ার ঝুলন্ত লাশ ও রুমের এক কোনে স্বাধীন আক্তারের লাশ পড়ে আছে।
বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেংগে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। সুনামগঞ্জের পুলিশ সুপার মো মিজানুর রহমান বলেন,পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহনন করেছেন। দূর্গম এলাকায় পুলিশ গিয়ে লাশ উদ্ধারের কাজ করছে ।বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য লাশগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।