পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ.এম ফোরকান উচ্চরক্তচাপ জর্নিত রোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেয়ার পথে ভাংগা অতিক্রমকালে রোববার রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুর ২টায় দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ২মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক গ্রস্থানে দাফন করা করা হবে বলে পারিবারিক সূত্রে জানান। তার মৃত্যুতে সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ তার আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অনুরূপ শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।