স্টাফ রিপোর্টার।। বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রেক্ষাপটে রুশ সাম্রাজ্যবাদ কর্তৃক ইউক্রেনে হামলা এবং অন্যান্য পুঁজিবাদী- সাম্রাজ্যবাদী দেশগুলোর যুদ্ধ উন্মাদনায় অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় যুদ্ধ গড়ে তোলা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এনডিএফ ময়মনসিংহ জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অদ্য বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা সভাপতি মাহতাব হোসেন আরজু’ র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি হযরত আলী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে ইউরোপ -আমেরিকা ন্যাটো জোটকে সম্প্রসারণ করে বিশ্বযুদ্ধের সামরিক প্রস্তুতি গ্রহণ করছে, অন্যদিকে চীন- রাশিয়াও পশ্চিমাবিরোধী শিবির গড়ে তোলার প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনে রুশ আগ্রাসন চলছে। এর মধ্য দিয়ে বিশ্বকে অস্থির করে তুলেছে পুঁজিবাদী- সাম্রাজ্যবাদী শক্তিসমূহ। এই শক্তিসমূহ মানুষের জীবন, প্রকৃতি ও সভ্যতাকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠছে। পুঁজিবাদী- সাম্রাজ্যবাদী শক্তিসমূহের এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে নেতৃবৃন্দ ন্যায়যুদ্ধ তথা পুঁজিবাদী—সাম্রাজ্যবাদী দেশসমূহে সমাজতান্ত্রিক বিপ্লব এবং নয়া-উপনিবেশিক আধা- সামন্ততান্ত্রিক দেশগুলিতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অগ্রসর করার আহবান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ তৎপরতা ও দেশীয় শাসক-শোষক গোষ্ঠীর অবাধ লুটপাট এবং দুর্নীতির কারনে প্রতিদিন হু হু করে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হচ্ছে। এতে নাভিশ্বাস উঠছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। করোনা মহামারীসহ বিশ্ব অর্থনৈতিক মন্দায় যখন দেশে বেকারত্বের সংখ্যা রেকর্ডসংখ্যক তখন দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি ক্ষুধা ও দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করছে। এমনাবস্থায় নেতৃবৃন্দ অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমানো ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।