গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা সদরে অবস্থিত ইসালামী ব্যাংক থেকে আঞ্জুয়ারা নামে এক গৃহিনী ব্যাংক থেকে পৌনে ৪ লাখ টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার সময় এক ছিনতাইকারী টাকা গুলো কেড়ে নিয়ে দৌড়ে পালানোর সময় জনতার হাতে ছিনতাইকারী আটক হয়। পরে জনতা ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে।
জানাগেছ, মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে পৌনে ৪ টায় উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক নাসিমা (২৬) পত্নীতলা উপজেলার নজিপুর সদরের বুলুর মেয়ে।
ছিনতাইয়ের শিকার গৃহিনী আঞ্জুয়ারা জানান, আজ দুপুরের পর ইসলামী ব্যাংক সাপাহার শাখা হতে ৩ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে রওনা দিলে জিরো পয়েন্ট এলাকায় ওই ছিনতাইকারী নারী আমার কাছে থেকে আমার টাকার ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারী মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আমি চোর-চোর বলে চিৎকার দিলে উপস্থিত জনতা তাকে আটক করে। পরে তাকে জনতারা স্থানীয় থানায় সোপর্দ করে।
এ বিষয়ে সাপাহার থানার তদন্ত (ওসি) আল মাহমুদ সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আজ দুপুরের পর জিরো পয়েন্ট এলাকায় ইসলামী ব্যাংক হতে টাকা উত্তোলন করে বাড়িতে রওনা দিলে ওই ছিনতাইকারী নারী গৃহিণীকে লক্ষ্য ভ্রূষ্টের পর এক সময় ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসময় মহিলার চিৎকারে স্থানীয় জনতা ছিনতাইকারী নারীকে ধরে পুলিশে সোপর্দ করেন । এ সময় ৩ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।