আন্তর্জাতিক ডেস্কঃ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বাপ্পি লাহিড়ী। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসকরা সব চেষ্টা করার পরও বাঁচাতে পারল না জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ীকে।
বুধবার(১৬ফেব্রুয়ারী)সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯বছর।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছর এপ্রিলে করোনায় আক্রান্ত হন। পরে নিজ বাসভবনে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি।
বাংলা গান ও বলিউড এই কণ্ঠশিল্পী ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। বাংলা ও বলিউড আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী অনেক গান তাঁর কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ—সব অনুভূতির গানই তিনি গেয়েছেন। ১৯৭৩ সালে ‘নানহা শিকারি’ চলচ্চিত্রের মাধ্যমে এই সঙ্গীত কিংবদন্তি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন।
১৯৫২ সালের ২৭ নভেম্বর তিনি জলপাইগুড়ি ভারতে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। তিনি বলিউডের গান ডিস্কো সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। বলিউডের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের গান গেয়েছন। তার বিখ্যাত বাংলা গানের মধ্যে অমর সঙ্গী, আশা ও ভালবাসা, অমর প্রেম, রক্তে লেখা, প্রিয়াসহ অসংখ্য গান ও সুর করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাপ্পি লাহিড়ী তাঁর গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান
বলিউড চলচ্চিত্রের জন্য তার শেষ গান টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি থ্রি’-এর ‘ভঙ্কাস’।
বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত টুইট করেন, রকস্টার বাপ্পীজির মৃত্যুর খবরে আমি মর্মাহত। আমি বিশ্বাস করতে পারছি না যে, আমার পাশের বাড়ির প্রতিবেশী আর নেই। আপনার গান সবসময় আমাদের হৃদয়ে থাকবে।