আলমগীর ইসলাম, ফুলপুর প্রতিনিধিঃ পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেল ৩.৩০ ঘটিকায় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ বাংলাদেশ, ক্লিন আপ শেরপুর জেলা শাখা এর উদ্যোগে ডিসি উদ্যান,শেরপুর প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনামূলক ইভেন্ট সম্পন্ন করা হয়েছে । ক্লিন আপ বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান ও জেলা সমন্বয়ক আল আমিন রাজু এর তত্বাবধানে উক্ত ইভেন্ট এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোমিনুর রশীদ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,শেরপুর, উক্ত ইভেন্টে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাহিদ হাসান চৌধুরী, পুলিশ সুপার শেরপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস প্রিয়া সভাপতি শেরপুর জেলা মহিলা ক্রিড়া সংস্থা ও কাজী মোমালিসা মারিয়া সভাপতি পুলিশ নারী কল্যাণ সংস্থা শেরপুর, মোহাম্মদ তোফায়েল আহমেদ উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, শেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি)
উক্ত ইভেন্ট এ আরও উপস্থিত ছিলেন ডি.এম. সাদিক আল শাফিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা), মো: মিজানুর রহমানসহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল এ শাখা), মোঃ সানাউল মোর্শেদ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসন মোঃ মোমিনুর রশীদ বলেন, ক্লিন আপ শেরপুর জেলা টিম পরিচ্ছন্ন শেরপুর গড়তে নিরলস প্রচেষ্টা চালানোর পাশাপাশি করেনাকালে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ বিতরণ সহ লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছেন। তিনি আরও বলেন আমরা যত্রতত্র ময়লা ফেলা৷ বন্ধ করলেই পরিচ্ছন্ন জেলা গড়ে উঠবে। তবেই এসকল শিক্ষার্থীদের পরিচ্ছন্ন জেলা গড়ার উদ্যোগ সফল হবে। এবং পরে তিনি আমন্ত্রিত্র অতিথি সহ সদস্যদের ক্লিন শপথ বাক্য পাঠ করান। পাশাপাশি শেরপুর জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গজনী অবকাশে আগত দর্শনার্থীদের গজনী অবকাশে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে সে স্থান সুন্দর রাখার আহবান জানান।
প্রিয় অতিথির বক্তব্যে পুলিশ সুপার নাসান নাহিদ চৌধুরী বলেন, ক্লিন আপ শেরপুর টিম যেমন পরিচ্ছন্ন জেলা গড়তে কাজ করছে ঠিক তেমনই করোনাকালীন অক্সিজেন সেবা সহ শেরপুর তথা দেশের নানা কল্যাণকর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিশ্চয় তাদের কাজ প্রশংসার দাবিদার জেলা পুলিশ তাদের পাশে থাকবে এবং সার্বিক ভাবে সহযোগিতা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা মহিলা ক্রিড়া সংস্থা এর সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া বলেন ক্লিন আপ শেরপুর টিম পরিচ্ছন্ন শেরপুর গড়তে চমৎকার কাজ করে যাচ্ছে পাশাপাশি তারা রক্তদান ও শীতবস্ত্র বিতরণ সহ বৃক্ষরোপণ ও বিতরণের কার্যক্রমের মাধ্যমে জেলায় স্বেচ্ছাসেবী হিবেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা সবসময় তাদের ভালো কাজের সঙ্গে আছি থাকবো। তিনি আরও বলেন দেশ উন্নত হচ্ছে তাই আমাদেরও পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুনাক শেরপুর এর সভাপতি কাজী মোনালিসা মারিয়া ক্লিন আপ শেরপুর এর পরিচ্ছন্নতা কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। তিনি আরও বলেন জেলা পরিচ্ছন্ন হলে তবেই জীবানুবাহী রোগের ঝুকি কমে যাবে।
ইভেন্ট শেষে ক্লিন আপ বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান ও জেলা সমন্বয়ক আল আমিন রাজু বলেন, শুক্রবার ছুটির দিনে শত ব্যস্ততা উপেক্ষা করে দেশপ্রেমে উজ্জিবিত হয়ে মাতৃভূমির টানে পরিচ্ছন্ন শেরপুর তথা বাংলাদেশ গড়তে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেসকল ক্লিন আপ সহযোদ্ধাদের অনুপ্রেরণামূলক কথা বলে উৎসাহিত করতে ইভেন্টে উপস্থিত হওয়ায় আমন্ত্রিত্র অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । সেই সাথে অসংখ্য ধন্যবাদ ক্লিন আপ সহযোদ্ধাদের প্রতি স্বেচ্ছায় পরিচ্ছন্ন জেলা গড়তে গর্বিত সহযোদ্ধা হিসেবে কাজ করছে। পরে তিনি পরিচ্ছন্ন জেলা গড়তে শেরপুর বাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ঠ স্থানে ময়লা ফেলার অনুরোধ জানিয়ে তিনি বলেন এ দেশ এমনি এমনি স্বাধীন হয়নি লাখো শহীদের রক্তে অর্জিত এ দেশ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করি পরিচ্ছন্ন জেলা গড়তে সহযোগিতা করি।