কাকন সরকার, শেরপুর :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (শেরপুর সদর উপজেলা) আসনে ধরাশায়ী হয়েছেন ৫ বারের এমপি ও হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক। তবে জেলার ৩ টি নির্বাচনী আসনের মধ্যে অপর ২ টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কর্মীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
শেরপুর-১ (সদর উপজেলা) আসনে ৫ বারের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিককে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু (স্বতন্ত্র)। তিনি ট্রাক প্রতিকে ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আতিক পেয়েছেন ৯৩ হাজার ১৭৫ ভোট।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ২ লাখ ১২ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।