মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় একটি ভোট কেন্দ্রে পোস্টার টাঙ্গানো নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় আলী হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ২০ মে মঙ্গলবার রাত আটটার দিকে নকলা উপজেলার পাঠাকটা ইউনিয়নের মোজাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। স্থানীয় সূত্র জানায়, আজ রাত আটটার দিকে ওই ভোটকেন্দ্রে বর্তমান চেয়ারম্যান ও এবারের চেয়ারম্যান প্রার্থী শাহ মুহাম্মদ বোরহান উদ্দিন এর সমর্থকরা তাদের মোটরসাইকেল প্রতীকের পোস্টার টাঙ্গাতে যায়। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও দোয়াত কলম প্রতীকের এবারের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মাহবুবুল আলম এর সমর্থকরা তাদেরকে বাধা দেয়। পরে দোয়াত কলম প্রতীকের সমর্থকদের মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের সাথে হাতাহাতি ও ঘুষাঘুষি শুরু হয়। এ সময় আলী হোসেন নামে একজন আহত হলে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়। এদিকে খবর পেয়ে নকল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ দেননি।