মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় ৭ নং টালকী ইউনিয়নের বিবির গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় পুকুরের পানিতে ডুবে তরিকুল নামে দুই বছরের শিশুটির মৃত্যু হয়। মৃত তরিকুল স্থানীয় বাজু মিয়ার ছেলে।স্থানীয় সূত্রমতে, তরিকুল সকালে খেলতে বেরুলে সকলের চোখের আড়ালে কাছের পুকুরে পড়ে যায়, ওই এলাকার লোকজনের চোখে পড়লে তারা শিশুটিকে পানি থেকে তুলে মৃত অবস্থায় দেখতে পায়।নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়া শিশুটির মৃত্যু সত্যতা যাচাই করে জানান, শিশুটি পানিতে ডুবে মারা যায়। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা চলমান রয়েছে।