তপু রায়হান রাব্বি নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৯ই মার্চ রোজ শনিবার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপনির্বাচনে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতার মধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত ৫ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ হাজার ৭০ জন। পুরুষ ভোটার ১,৫৭৬ জন ও মহিলা ভোটার ১,৪৯৪ জন।তিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণক ভাবে ভোট গ্রহন চলে বিকাল ৪ টা পর্যন্ত । পরে ভোট গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল প্রকাশ করেন। মোট ভোট কাস্টিং হয়েছে ১,৮৬২টি, বাতিল হয়েছে ৮৪টি। অনুপস্থিতি ভোটার সংখ্যা ১,২০৮টি। মোঃ ফিরুজ আহাম্মদ ‘তালা’ প্রতীক নিয়ে ৮১৬টি ভোট, মোঃ মোর্শেদ আলী ‘মোরগ’ প্রতীক নিয়ে ৩৬২টি ভোট, হারেজ আলী ‘টিউবয়েল’ প্রতীক নিয়ে ৫৭৮টি ভোট এবং মোঃ শফিকুল ইসলাম ফুটবল’ প্রতীক নিয়ে ২২টি ভোট পেয়েছেন। ৫নং ওয়ার্ডের উপনির্বাচনে সাধারণ সদস্য (মেম্বার) পদে মোঃ ফিরুজ আহাম্মদ ৮১৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোঃ হারেজ আলী চেয়ে ২৩৮ ভোট বেশি পেয়ে এ জয় লাভ করেন মোঃ ফিরুজ আহাম্মদ। উক্ত ভোট কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসাবে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান এবং প্রিজাইডিং অফিসার হিসাবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু দায়িত্বে ছিলেন। এছাড়াও সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে সকাল থেকেই উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম আরিফুল ইসলাম, ময়মনসিংহ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমান, তদন্ত ওসি মোঃ বন্দে আলী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উক্ত ভোটকেন্দ্রের প্রার্থী ও ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, উৎসবমুখর, সুন্দর মনোরম পরিবেশে ভোট দিতে পেরেছেন ভোটারগণ। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ আইনশৃঙ্খলা বাহিনীরা নিরাপত্তার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করায় এতে সন্তুষ্ট প্রকাশ করেন স্থানীয়রা।