গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।।
আজ ১৭ ডিসেম্বর ২০২১ তারিখ শুক্রবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশ এর আয়োজনে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ডিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার ফাহিমা হোসেন, ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি।
এ ছাড়াও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মোঃ সফিকুল ইসলাম পিপিএম (বার)।
জানা গেছে, অনুষ্ঠানে সংবর্ধিত অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাগণকে এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ ছাড়াও তাদের ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।