ছালেম বিন নুরঃ কক্সবাজারের চকরিয়ায় চলন্ত বাসে রোহিঙ্গা তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটেছে বলে ওই তরুনী মামলায় উল্লেখ করেছেন।
অভিযোগে জানা যায়, রোহিঙ্গা তরুণী কাজের সন্ধানে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে যান কাজ না পেয়ে ক্যাম্পে ফেরার পথে হানিফ পরিবহন বাস ভাড়া না দিতে পারায় চকরিয়া নামিয়ে দেন। শ্যামলী পরিবহনের লোকাল বাসের হেল্পার গন্তব্য পৌছে দেওয়ার কথা বলে ওই তরুনীকে চলন্ত খালি বাসে চালক ও তার সহকারীরা দলবদ্ধ ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই তরুনীর শোর চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসলে তৎক্ষনাৎ চালক ও সুপারভাইজার পালিয়ে যায় তবে হেল্পার জনতার হাতে আটক হন। জাতীয় জরুরি সেবা ৯৯৯কল দিয়ে হেল্পার মোঃ ফারুককে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তরুনীর করা মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেফতার হেল্পার মোঃ ফারুককে আগামীকাল রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।