মোহাম্মদ বিপ্লব সরকার ॥ চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচিত প্রতিনিধিদের নির্ধারিত মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ শেষ হয়। একই মেয়াদের চাঁদপুর সদর উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচন ইতোমধ্যে অনুষ্ঠিত হলেও রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখন পর্যন্ত ঘোষণা হয়নি। নির্বাচন বন্ধ রাখার জন্য একটি সংঘবদ্ধ চক্র মামলাসহ নানা ষড়যন্ত্রে লীপ্ত রয়েছেন। এসব ষড়যন্ত্র বন্ধ ও খুব শীগগরীই নির্বাচনের দাবীতে মানববন্ধন করেছে ইউনিয়নের সাধারণ মানুষ।
মঙ্গলবার (১০ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন মাঠে স্থানীয় জনগণের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্থানীদের পক্ষে নির্বাচনের দাবীতে বক্তব্য রাখেন শরাফত আলী গাজী, আলাউদ্দিন বেপারী, কবির চোকদার, সাবেক ইউপি সদস্য জাহান শরীফ বেপারী, আব্দুল আজিজ বেপারী, হামিদ আলী গাজী, মুজিব চোকদার, ওমর শরীফ চাঁদপুরী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মো. বাদশা, সায়েদ সরকার, সাবেক ইউপি সদস্য হাফেজ আলী বেপারী, জহির মিজি, আবুল হোসেন চোকদার, হারুন ঢালী, বাচ্চু বেপারী, মানিক ভুঁইয়া ও হাসান গাজী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ষড়যন্ত্রকারীদের হুশিয়ারি দিয়ে বলেন, সুবিধাবঞ্চিত চরাঞ্চলের লোকজনের কথা চিন্তা করে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন বন্ধ রাখতে কেউ নতুন করে আর ষড়যন্ত্র করবেন না। আমরা সরকারের নিকট দাবী জানাই খুব দ্রুত যেন এই ইউনিয়নে নির্বাচনের তফসিল গোষণা করা হয়।