বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ)জেলা প্রতিনিধিঃ
৪২ তম বিসিএস পরীক্ষায় পাশ করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ পেলেন ডাক্তার সিয়াম ও কেয়া।
জানা গেছে ডাক্তার সিয়াম ও কেয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সার্জারী বিভাগে পরাশুনা করে ৪২ তম বিসিএস পরীক্ষায় পাশ করেন।নব দুই তারাকা বিবাহ্ বন্ধনে আবদ্ধ হয় দুজন ২০২১ সালে।স্বামী ও স্ত্রী নিজের সংসারের যাবতীয় কাজ শেষ করে ৪২ তম বিসিএস ক্যাডারের নিয়োগ প্রাপ্ত ডাক্তার হয়ে উজ্জ্বল দৃষ্ঠান্ত স্থাপন করেন এতে গর্বিত হয় তার পিতা মাতা ও ময়মনসিংহ মহা নগরবাসী। গত ২৮ শে ফেব্রুয়ারি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ তম বি সি এস ব্যাচে যোগদানকৃত চিকিৎসক বৃন্দের নবীনবরণ অনুষ্ঠান নিয়োগ পেলেন ডাক্তার সিয়াম ও কিয়া।
গর্বিত বাবা মা এর সন্তান ফুলপুর হাসপাতালে নিয়োগ পাওয়ায় আনন্দে ফুলপুর উপজেলা শাখার মফস্বল সাংবাদিক ফোরাম এর আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক বাহার উদ্দিন কে জানান আমরা আজ ধন্য হলাম,আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।
ইতিমধ্যেই উক্ত সময় ডাক্তার সিয়াম ও কেয়ার সাথে উপস্থিত ছিলেন ডাক্তার সিয়ামের পিতা জনাব সিদ্দিকুর রহমান বাবুল(মাস্টার) মোল্লা ও তাহার মাতা, ডাক্তার কেয়ার বাবা এবং সিয়াম এর শিক্ষা গুরু মোহনগঞ্জ সরকারি কলেজের প্রফেসর জনাব আলমগীর হোসেন লিটন (ইংলিশ) সহ আরও অনান্য স্বজন সমূহ।