ময়মনসিংহ প্রতিনিধি।। য়মনসিংহ সদর উপজেলা ৩নং বোররচর ইউনিয়নের বার্তিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাষ্টার . নিজ বাড়িতে মৃত্যু বরন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২ ) বছর। শনিবার রাত অনুমান ৯:-৩০ মিনিট সময় নিজ বাড়িতে মৃত্যু হয় ( ইন্নালিল্লাহী ওয়া ইন্নাল ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৩ কন্যাসহ অসংখ্যগুণগ্রাহী রেখেগেছেন। নিজ বাড়িতে পূর্ণ রাষ্ট্র্রীয় মর্যাদায় মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
ময়মনসিংহ সদর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল তাঁর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে ও রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গার্ড অফ অনার প্রদান করে তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার এস আই আমিনুল ইসলাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজর আলী ইউপি মেম্বার জুলহাজ উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।