এস এম হোসেন আলী,ময়মনসিংহঃ ময়মনসিংহে এক বড় ধরনের বাঘডাশা নামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি প্রাণী গ্রামবাসীর কাছে আটক হওয়ার পর উদ্ধার করেছে ময়মনসিংহ বনবিভাগ। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মাইজহাটি গ্রামে এক লোকের পরিত্যাক্ত ঘরে খোঁজ মিললে জাল ফেলে ফাঁদ পেতে প্রাণীটি আটক করা হয়।
মাইজহাটি গ্রামের হাবিবুর রহমান নামে ব্যক্তির বাড়িতে পরিত্যক্ত ঘরে ঘাপটি মেরে বসে ছিল প্রাণীটি।তখন ঐ বাড়ির এক শিশু দেখতে পেয়ে বড়দের খবর বললে পরে কয়েকজন মিলে সেটি আটক করে। বাড়ির মালিক হাবিবুর রহমান জানান প্রাণীটি হিংস্র। আটক করার সময় হিংস্র আচরণ করে। তবে এলাকাবাসী কেউ প্রাণীটিকে চিনতে পারেনি। আটক করার সময় প্রাণীটি দাঁত ও পাঁয়ে আঘাত পায়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে অচেনা এই প্রাণীটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে।পরে নিরাপত্তার জন্য স্থানীয়রা খাঁচায় বন্দি করে রাখে প্রাণীটিকে।ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন জানান, স্থানীয়রা প্রাণীটি আটক করার পর চিনতে পারেনি। বনবিভাগের লোকজন গিয়ে সেটি উদ্ধার করে।বিলুপ্তপ্রায় প্রজাতির বড় বাঘডাশা নামে এই প্রাণীটি পরিচিত। প্রাণীটি বনে অবমুক্ত করা হবে জানান এই কর্মকর্তা।এই প্রাণী বছরে দুই বার গর্ভধারণ করে। একটি বড় বাঘডাশার গড় আয়ু ১৫ বছর পর্যন্ত হয়ে থাকে। এই প্রাণীর বৈজ্ঞানিক নাম- ভিভেররা জিবেতথা বলে জানান তিনি।