ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে আন্তকলেজ উচ্চ মাধ্যমিক ক্রীড়া প্রতিযোগিতা (বিভাগীয়) চ্যাম্পিয়ন হয়েছে ভাষা সৈনিক শামছুল হক কলেজের মহিলা ফুটবলদল।
চ্যাম্পিয়ন দলের মাঝে গত সোমবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস । বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য পিপিএম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গাজী হাসান কামাল।
জনা গেছে, মযমনসিংহ শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা বিভাগীয় চ্যাম্পিয়ন (মহিলা ফুটবল) দল তারাকান্দা উপজেলার ভাষা সৈনিক শামছুল হক কলেজকে পুরস্কার প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ । চ্যাম্পিয়ন দলের পক্ষে উক্ত কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ, ভাষা সৈনিক শামছুল হক কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনির ও খেলোয়াড়গণ অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।