জুয়েল রানা,ফুলপুর,প্রতিনিধি।। ময়মনসিংহে ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পরে প্রাণ গেলো ফুলপুর ৫নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শাহ মধ্যে পাড়া, ছনকান্দা বাজারের ব্যবসায়ী মোঃ আঃ আছেন মিয়া,
ঘটনাটি ঘটেছে গত ২২সে মে রোজ রবিবার সকালে,আঃ হাছেন মিয়া তার নিজস্ব দোকানের মনোহারী মালামালের ক্রয়ের উদ্যোশে রওনা হন ময়মনসিংহ, সাথে ছিলো প্রায় ৯৬ নব্বই টাকা তখন ফুলপুর বাসস্ট্রেন্ডে থেকে গাড়িতে উঠেন
এবং ময়মনসিংহ গাড়ি পৌঁছনোর পরে গাড়ি থেকে সব পেচেঞ্জার নেমে যায়,পুরো গাড়ি খালি, হটাৎ গাড়িতে কন্টাক্টার দেখতে পান একজন সিটে বসে আছে তখন কন্ট্রাক্টার হাতে ইশারা দিলে সিট থেকে নিচে পরে যায়,এবং অজ্ঞান অবস্থা দেখেন।পরে হাছেন মিয়া কে ধরে গাড়ির নিচে নামান,হাছেন মিয়ার সাথে ছিলো ৯৬ নব্বই হাজার টাকা,সব টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টি,এবং সাথে ছিলো মোবাইল এবং কিছু কাগজপত্র, তখন গাড়ির কন্ট্রাক্টার কাগজপত্র দেখে তখন ফোন দেন হাছেন মিয়ার মাহাজনের কাছে তখন মাহাজন খবর পেয়ে ফোন দেন হাছেন মিয়ার বড় ছেলে আশ্রাফ আলীর কাছে,আশ্রাফ আলী খবর পেয়ে তাৎক্ষণিক চলে যায় ময়মনসিংহ।পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,ডাক্তার জানান রুগীর অবস্থা খুবই জটিল,পরে হাছেন মিয়া কে আই সি ইউতে রাখা হয় বেশ কয়েক দিন,শেষ পর্যন্ত বাচানো সম্ভব হয়নি।ডাক্তার জানান বিষ ক্রিয়া অতিরিক্ত শোঙ্গানোর কারণে বাচানো যায়নি। ২৮ মে রোজ শুক্রবার রাত,৩: দিগে মারা মারা ছনকান্দা বাজারের ব্যবসায়ী মোঃ হাছেন মিয়া,