নিজেস্ব প্রতিবেদকঃ মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ই এপ্রিল রোজ রবিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরের শুভ উদ্বোধন করেন।
তারই ধারাবাহিকতায় ফুলপুর থানায় বরাদ্দকৃত ১টি গৃহের নির্মাণ কাজ শেষ করে রবিবার ২:৩০মিনিটে বাশাটি গ্রামের হতদরিদ্র মৃত সখিনা খাতুন (৭৩), স্বামীঃ মৃত তাহের আলীর নাতনি মৃত ছমেদ আলী মেয়ে একইগ্রামের বাসিন্দা রোকসানা খাতুন স্বামী মানিক মিয়ার নিকট ঘরটি বুঝিয়ে দেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আলা মামুন। এসময় উপস্থিত ছিলেন থানার মোঃ আব্দুল মোতালেব চৌধুরী ও থানার পুলিশ সদস্য সহ উপকারভোগী পরিবার।
হতদরিদ্র মৃত সখিনা খাতুন এর নাতনি রোকসানা খাতুন খুশিতে আত্মহারা হয়ে দু চোখে পানি নিয়ে বলেন, এ ঘরের যখন কাজ ধরা হয় তখন আমার বু বেঁচে আছে । ফুলপুর থানার মানবিক ওসি মামুন স্যার আমাদের কষ্ট দেখে বু’র ঘরের কাজ ধরেন। কাজ ধরার অুনুঃ ২৫ দিন পর বু মারা যান। বু’কে দেখা শুনা সহ বু এর ঘরেই থাকতাম আমি। আমার তেমন ঘর ছিলোনা। ওসি স্যারের দোয়ায় ও সহযোগিতায় বু’র ঘরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিভিতে উদ্বোধনের পর দুপুরে আমাকে দেন স্যার নিজে এসে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ পুলিশ বাহিনী দের প্রতি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের ফুলপুর থানার ওসি মামুন স্যার কে। এছাড়াও সকলের প্রতি দোয়া করি এবং সকলের কাছে আমি দোয়া চাই।