তারাকান্দা প্রতিনিধি:ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত শম্ভুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যায় শম্ভুগঞ্জ মোড় এলাকার আকন্দ প্লাজার প্রেসক্লাব অডিটরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এই ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন এই সংগঠনের সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সোহানুর রহমান সোহান ও সদস্য রনজিত চন্দ্র সরকার।
দোয়া ও ইফতার মাহফিলের মিলাদ পরিচালনা করেন রশিদপুর জামে মসজিদের ইমাম মো: নূরুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন লাল কঠির দরবার শরীফ আলিম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো: শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চমক ফ্যাশনের স্বত্বাধীকারী মো: রফিকুল ইসলাম, ডা. ফরহাদ মঞ্জুর, সহসভাপতি বাবু রাজিব কুমার সাহা,মো: আব্দুল কাদির,যুগ্ম সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, ইন্দ্রজিৎ সাহা রিংকু,সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসাইন, দপ্তর সম্পাদক মফিদুল ইসলাম লাভলু,শিক্ষা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: আব্দুল বারেক, নাট্য ও প্রমোদ সম্পাদক বাবু মিঠন দত্ত, কার্যকরি সদস্য ও শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমতিরি সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ডা. আমিনুল ইসলামসহ এসময় অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রমজানের এই সিয়াম সাধনায় উন্নত চরিত্র গঠন এবং সামাজিক উন্নয়নে করণীয় ও শিক্ষণীয় বিষয় গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন সংগঠনের সভাপতি মো: আনোয়ার হোসেন।