জাহাঙ্গীর আলম ময়মনসিংহ ।। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রয়াত ৭ জন আইনজীবীর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।শোকসভা জেলা আইনজীবী সমিতির “শহীদ এডভোকেট আমিনুল হক ভবনে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।প্রয়াত আইনজীবীগণ হচ্ছেন এডভোকেট শিউলী রানী সেন,এডভোকেট হাবিবুল্লাহ মিলন,এডভোকেট আব্দুর রাজ্জাক তালুকদার, এডভোকেট মনজুরুল হাসান মজুমদার, এডভোকেট আব্দুল জলিল, এডভোকেট খোরশেদ উদ্দিন পাঠান ও এডভোকেট আমিনুল হক। শোকসভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট ফজলুল হক ও সঞ্চালনায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম।বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট এএইচএম খালেকুজ্জামান, সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি এডভোকেট মোঃ নূরুল হক, এডভোকেট বিধান দত্ত, সিনিয়র আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট আনোয়ার আজিজ টুটুল, এডভোকেট বদর উদ্দিন আহমেদ , আলহাজ্ব এডভোকেট জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভূঁইয়া,এডভোকেট মোঃ আব্দুল হামিদ প্রমূখ।