ফুলপুর প্রতিনিধি।। ফুলপুরে ১০ টি ইউনিয়নে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী ইভিএম পদ্ধতিতে ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,আগামী ৩১ জানুয়ারি সোমবার।
১০ টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা হয়েছে ৫৬ টি। সংরক্ষিত সদস্যের মনোনয়ন পত্র জমা হয়েছে ১২০ টি। সাধারণ সদস্যদের মনোনয়ন পত্র জমা হয়েছে ৪১৮ টি। চেয়ারম্যান সংরক্ষিত আসন এবং সাধারণ আসন সহ সর্বমোট মনোনয়নপত্র জমা হয়েছে ৫৯৪ টি।
মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ আজ ৬ জানুয়ারি বৃহস্পতিবার । প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ই জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রতিক বরাদ্ধ ১৪ জানুয়ারী।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী সোমবার।
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৬ জানুয়ারি বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারী বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারী (শুক্রবার)। ভোট গ্রহন ৩১ জানুয়ারী সোমবার। ১০ টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১০৫ টি। ভুতের সংখ্যা ৬২৭ টি।