আরিফুজ্জামান,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা দুই যাত্রী। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের আমুলা গ্রামের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সিএনজি চালক।
আহত দুই যাত্রী হলেন, উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারী গ্রামের সামছু মিয়ার ছেলে বাদশা মিয়া (৪৫) ও একই উপজেলার ফলদা ইউনিয়নের ধবুলিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল আলম (৩৫)।
স্থানীয়রা জানিয়েছেন, জামালপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে একটি সিএনজিটি আমুলা রেলক্রসিং পার হতে গেলে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি চালকের মৃত্যু হয়। আহত হয় দুইজন। পরে আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় লোকজন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন জানান, ট্রেনের ধাক্কায় আহত হওয়া দুই ব্যক্তিকে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের অবস্থা আসংখ্যা জনক হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়টি ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন দুর্ঘটনার খবর জেনেছি এবং রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।