নিজস্ব প্রতিবেদকঃ
ভালো কাজে পুরষ্কার পাওয়া মানেই,
নতুন আরো একটি ভালো কাজে উৎসাহিত হওয়া। তাই বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ জেলার মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার দেওয়া হয়েছে। আর এতে দক্ষ চৌকস কিছু পুলিশদের কে পুলিশ পাইপ ড্রিল শেডে এ পুরষ্কার প্রদান করা হয়। আর এদের মধ্যে সততার সাথে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বারবার বিজয়ী হচ্ছেন বর্তমান ফুলপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ মেহেদী হাসান সুমন মিয়া। এ বিজয়ী হওয়ায় বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
জানা গেছে, মহান সৃষ্টিকর্তার রহমতে সকলের দোয়ায় আবারও ময়মনসিংহ জেলাতে ফেব্রুয়ারি মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ হিসাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, সকলের প্রিয় অসহায় মানুষের স্বপ্ন পূরণের প্রতীক, ফুলপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ মেহেদী হাসান সুমন মিয়া। ১৮ই মার্চ রোজ সোমবার দুপুরে ময়মনসিংহের পুলিশ লাইন এ অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দীন আহমেদ মাল্টিপারপাস (কল্যাণ শেড) আনুষ্ঠানিকাতার মাধ্যমে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয় স্বীকৃতি স্বরূপ হিসাবে এ সম্মাননা তোলে দেন।
তিনি ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয় ও ফুলপুর থানা ময়মনসিংহ ওসির দিকনির্দেশনায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পেয়েছেন বিভিন্ন সম্মাননা। হয়েছে বিভিন্ন মহলে সম্মানিত।
শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ময়মনসিংহ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাইন উদ্দিন, শ্রেষ্ঠ এসআই হিসাবে প্রথম স্থানে অর্জন ভালুকা থানার এসআই(নিঃ)/ মোঃ নজরুল ইসলাম। শ্রেষ্ঠ এএসআই হিসাবে কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ)/ মাহমুদুল হাসান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তালিলকারী অফিসার হিসাবে মুক্তাগাছা থানার এএসআই (নিঃ)/ মোঃ আমির হামজা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ময়মনসিংহ সদর ট্রাফিক সার্জেন্ট/ এস.এম. শওকত হোসেন, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে ফুলবাড়িয়া থানার এসআই (নিঃ)/ রাকিবুল হুদা, মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার হিসাবে ভালুকা মডেল থানার এসআই (নিঃ)/ আবুল কালাম আজাদ, এসআই (নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, ত্রিশাল থানার এসআই(নিঃ)/ আব্দুল করিম, ওসি ডিবি, পুলিশ পরিদর্শক/ফারুক হোসেন, কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক/ শহিদুল ইসলাম, এসআই(নিঃ)/ শুভ্র সাহা সহ তাদের টিম। এছাড়াও সিটি নির্বাচনের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে বিশেষ পুরস্কার হিসেবে কন্ট্রোল এন্ড অপস কং/১২৭৫ শাহ আলম সহ তার টিম এ পুরষ্কার গ্রহণ করেন ।