রবিউল হক বাবু,ফুলপুর প্রতিনিধি।। প্লিজ পোস্টটি এপ্রুভ করে জীবন বাঁচাতে সহযোগিতা করুন একটি মানবিক আবেদন নামঃ সুমাইয়া বেগম বয়সঃ ২০ বছর। আট-দশটা বাকী মেয়েদের মত বিয়ে দিয়ে সুন্দর জীবন উপহার দিতে চেয়েছিলেন সুমাইয়া বেগমের মা।সুমাইয়ার বাবা-ভাই নেই। সুমাইয়ার মা অন্যের বাসায় কাজ করে মেয়ে কে বড় করেছেন তিনি একাই। ভেবেছিলেন বিয়ের পর হয়ত আর যাই হোক মেয়েটা ভালো থাকবে।
ভাগ্যের নির্মিম পরিহাস,বিয়ের কিছুদিন ভালো গেলেও,
যৌতুকের জন্য গায়ে হাত শুরু হয়ে যায় স্বামীর অত্যাচার।ধীরে ধীরে সুমাইয়া এও জানতে পারে তার স্বামী পরকিয়ায় লিপ্ত! একদিন স্বামী নাজমুল বাসায় ফিরলে,যৌতুক নিয়ে কথা তুলে মারতে থাকে। এর এক পর্যায় সুমাইয়ার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় পাউন্ড স্বামী।
নিজের জীবন টা বাঁচানোর জন্য ছটফট করতে করতে বাসা থেকে বের হয়ে মাটির সাথে গড়াগড়ি খেয়ে কোনো মতে আগুন নিভায় এবং অজ্ঞান হয়ে পড়ে। তারপরে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠিয়ে দেয়।
জানামতে, তার স্বামী পলাতক, পুলিশ খুঁজছে। আপাতত সুমাইয়ার সহযোগীতার প্রয়োজন। সুমাইয়ার মাকে চিকিৎসার টাকা যোগার করার জন্য ঢাকার রাস্তায় ভিক্ষা করতে দেখা গিয়েছে। সুমাইয়ার জন্য সাহায্যের টাকা পাঠাতে পারেন নিচের নাম্বারটিতে। বিকাশ:- 01567-888347 (পার্সোনাল)নগদ :- 01567-888347 (পার্সোনাল) দয়া করে সবাই সেয়ার করুন। আপনিও।