গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ভালুকার উথুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ও ইউপি সদস্য গোলাম মোঃ কিবরিয়া কে জড়িয়ে বিভিন্ন পত্র, পত্রিকা, অনলাইনে যে সংবাদ তাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন অনলাইন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয় তার প্রতিবাদ জানান চেয়ারম্যান ও মেম্বার।
এ বিষয়ে চেয়ারম্যান বলেন, আমি মো: নুরুল ইসলাম চেয়ারম্যান (নৌকার মনোনীত) ১নং উথুরা ইউনিয়ন পরিষদ- ভালুকা – ময়মনসিংহ , আমাকে জড়িয়ে গত-৮/৪/২০২৩ ইং হতে ৯/০৪/২০২৩ তারিখে জমি সংক্রান্ত জেরে মরচী গ্রামের ঘটনা নিয়ে আমাকে এবং আমার মেম্বার গোলাম মোঃ কিবরিয়া কে জড়িয়ে বিভিন্ন পত্র, পত্রিকা, অনলাইনে যে সংবাদ আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন অনলাইন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যাহা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন।
উল্লেখ থাকে যে ওই জমির সালিশে বসার কথা ছিল, মান্নান মাওলানা ও একাব্বদের নিয়ে, তবে আমাকে ও মেম্বার কে জড়িয়ে যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করে একটি মহল, আমাকে হেয় পতিপন্ন করা হয়েছে, আমি সেই সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
মোঃ নুরুল ইসলাম (চেয়ারম্যান)
উথুরা – ভালুকা – ময়মনসিংহ।।