মোহাম্মদ বিপ্লব সরকার : পথসভার জন্য তৈরি করা স্টেজ ভাঙচুরের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুসহ ৪ জনকে স্থায়ী জামিন দিয়েছে আদালত।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুল ইসলাম এর আদালতে হাজির হলে বিচারক তাদেরকে স্থায়ী জামিন দেন।
গত ৪ অক্টোবর মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন মহনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি বিল্লাল হোসেন তপাদার। যার নং-জিআর ২২৬/২১।
জামিন প্রাপ্তরা হলেনঃ সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মিনহাজ উদ্দিন খান, লিখন সরকার ও সদর উদ্দিন।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর চাঁদপুরে নেতাকর্মী নিয়ে আসার সময় মতলব উত্তর ব্রিজ সংলগ্ন উত্তরপাড় ফতেহপুর নামক স্থানে নেতা কর্মীদের সাথে বাকবিতন্ডা হয়। পরে সেখানে থাকা স্টেজ সাজেদুল হোসেন চৌধুরী দীপুসহ নেতা-কর্মীরা ভাংচুর করে।
আইনজীবী হিসেবে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সেলিম মিয়া। তাকে সহযোগীতা করেন অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, জহিরুল ইসলাম, আহসান হাবিব, আবদুল্লাহ আল মামুন, আল আমিন উজ্জ্বলসহ অন্যান্য আইনজীবিরা।