সেলিম রানা,বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে সমর্থনে ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের এর উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি (রবিবার) রাতে সুতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবিব)। এতে উপস্থিত ছিলেন, ৩ নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ আলী স্বপন সরকার, ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল করিম, ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মজিদ, ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলিফ রব্বানী, আবুল কাশেম, সিরাজুল ইসলাম , সাবেক মেম্বার শামসুদ্দিন, আবুল বাশার মন্ডল, এনায়েত হোসেন, সাবেক মেম্বার ফজর আলী, মিজানুর রহমান, আক্কাস আলী প্রমুখ । এছাড়া উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।