★ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে★
সম্মানিত অভিভাবক -অভিভাবিকাবৃন্দ
———-★আসসালামু আলাইকুম★———
আপনি কি আপনার সন্তানের পড়ালেখা নিয়ে চিন্তিত?
সন্তানকে উন্নত আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খুজে পাচ্ছেন না।
তাহলে আমরা আপনাকে খুজে দিচ্ছি আপনার মনেরমত শিক্ষা প্রতিষ্ঠান।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে চরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পরানগঞ্জ বাজারে মোকছেদুলের হোটেল সংলগ্ন,(জামিয়া আরাবিয়া রওযাতুল জান্নাত মহিলা মাদ্রাসায়)।
আপনার শিশুকে নিরাপদ ব্যবস্থায় সু-শিক্ষায় শিক্ষিত করতে পড়াতে চান! তাহলে আজই যোগাযোগ করুণ (জামিয়া আরাবিয়া রওযাতুল জান্নাত মহিলা মাদ্রাসায়) । এখানে স্বল্প খরচে আবাসিক/অনাবাসিক ভাবে ছাত্রী ভর্তি করা হয়। এখানে দক্ষ শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে নূরানী বিভাগ,নাযেরা বিভাগ,কিতাব বিভাগ১ম শ্রেণি হতে মেশতকাত (অনার্স) পর্যন্ত পাঠদানের সু-ব্যবস্থা রয়েছে। এতিম, গরীব, অসহায় ও মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ ছাড়।
এখানে আলীফ, বা, তা, ছা/ অ, আ, ই, ঈ ও A, B, C, D থেকে শুরু করে আরবী, বাংলা ও ইংরেজী শিক্ষা দেয়া হয়।জামিয়া আরাবিয়া রওযাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় প্রতিটি শিশুকে কুরআন নাযেরা পড়ানো হয়। সাথে বাংলা ইংরেজি ছাড়াও আরবী বিষয়াবলীর প্রতি সার্বক্ষণিক তদারকি করা হয়। ভর্তি শুরু ১লা রমজান থেকে…:১ম শ্রেণি হতে নূরানী বিভাগ নাযেরা বিভাগ কিতাব বিভাগ মেশতকাত পর্যন্ত ছাত্রী ভর্তি করা হয়।
জামিয়া আরাবিয়া রওযাতুল জান্নাত মহিলা মাদ্রাসা) পরানগঞ্জ বাজারে(মোকছেদুলের হোটেল সংলগ্ন)কোলাহল মুক্ত শরয়ী খাস পর্দায় শিশু শ্রেণি হইতে নূরানী বিভাগ,নাযেরা বিভাগ,কিতাব বিভাগ হইতে মেশতকাত (অনার্স) পর্যন্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এবং বয়স্ক মহিলা ও জেনারেল শিক্ষিকা মহিলাদের জন্য কোরআন শরীফ শিক্ষার সু-ব্যবস্থা থাকবে।
★সকল প্রকার যোগাযোগ★
প্রতিষ্ঠাতা পরিচালক,
আলহাজ্ব মোঃ মোকছেদুল হক, ০১৭১১-৪৪১৪৯৫
হাফেজ মোঃ আবু সাঈদ ,০১৭৭৫-৯২৭৫৩৮
★সার্বিক যোগাযোগ★
মুহতামিম, ০১৩৪০-২৫১৮৭৩
অফিস: ০১৩৪০-২৫২১৬৭