বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন কাজী মো. মহিউদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আলোচিত ইসলামী বক্তা মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীকে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ভাদুঘর এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ১০ মার্চ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা আহলে সুন্নাত ওয়ালল জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে আংশিক কমিটি গঠন করা হয়। ১০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মো. ইসলাম উদ্দিন দুলাল, সৈয়দ নাঈমুদ্দীন আহমাদ ও মো. রিয়াজুল করিম রেনু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. নুরুল ইসলাম খান শাহীন,অর্থ সম্পাদক হয়েছেন সৈয়দ মো. জোবাইয়ের এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. আজিম।
সংবাদ সম্মেলনে এই সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজী মাওলানা মো. মহিউদ্দিন মোল্লা ও মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী, অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহীন, এম.এ মুফতী শহীদুল্লাহ জেহাদী, এ্যাডভোকেট হেলাল উদ্দিন দুলাল, মুফতি মাওলানা জসিম উদ্দিন মোজাহেদি, মুফতি শামসুল হক চিশতী, মাওলানা বোরহান উদ্দিন চিশতী, মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।