বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ভাদুঘর পালকী কমিউনিটি সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠনের উদ্দেশ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি আলহাজ মাওলানা অধ্যক্ষ এ বি এম ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু সুফিয়ান আল কাদরী।
জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীরমাশায়েখ,ওলামায়ে কেরাম ও সকল নেতৃবৃন্দগণের উপস্থিতিতে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এসময় পাচঁ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। দীর্ঘ আলোচনা ও প্রস্তাবনার ভিত্তিতে সাবেক কমিটি বিলপ্তি ঘোষনা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আবু সুফিয়ান আল কাদরী।আলহাজ অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লাকে সভাপতি,এড.কাজী মো.ইসলাম উদ্দিন (দুলাল)কে সিনিয়র সহ-সভাপতি,আলহাজ আনিছুর রহমানকে সহ সভাপতি,মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে সাধারণ সম্পাদক,মাওলানা গাজী জাবের আল মানছুর কে,যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা অধ্যক্ষ নূরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক ও পীরজাদা সৈয়দ জুবায়ের আহম্মেদ কে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এই প্রেক্ষিতে প্রত্যেক উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এছাড়া ও সংগঠনের খসড়া নীতিমালার মাধ্যমে দায়িত্বশীলদেরকে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশের দায়িত্ব দেয়া হয়। পরিশেষে মিলাদ, মোনাজাত শেষে নবনির্বাচিত সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা ও সাধারন সম্পাদক মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান,শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।