এস এম হোসেন আলী,ময়মনসিংহঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাডমিন্টন খেলায় বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে-উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়া গ্রামের মোঃ আলাল মিয়ার ছেলে আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্র মোঃ মামুন মিয়া (১৩) বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের তার সংযোগ দিতে যায়। সেই তারেই স্পৃষ্ট হয়ে মামুনের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের মিয়া।
বিদ্যুতে অভিজ্ঞ চরনিখলার জনাব এরশাদুল হকের সাথে কথা বলে জানা যায়, শীতের মৌসুমে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলায় বিদ্যুতের সংযোগ প্রয়োজন হয়। অনেকে না বুঝে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। অভিজ্ঞ ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিলে দূর্ঘটনা এড়ানো সম্ভব।
মামুনের এমন মর্মান্তিক দুর্ঘটনার মৃত্যুতে পরিবার আত্নীয়সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।