মো. আব্দুল মান্নান।। ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব প্রকৌশলী আশরাফুল আলম সাব্বিরের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারী) বাদ যুহর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন কমিউনিটি সেন্টারে তার বউ ভাত অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সদর উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান শাহীন, সাব্বিরের বড়ভাই প্রকৌশলী শফিউল আলম সোহেল, ফুলপুর থানার সাবেক ওসি ইমারত হোসেন গাজী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, ভাবখালী ইউপি চেয়ারম্যান, ঘাঘড়া ইউপি চেয়ারম্যান, অষ্টধার ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আরমান, বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি মো. আব্দুল মান্নান, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি রাকিবুল ইসলাম মাহফুজ, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। সাব্বির বোররচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শওকত আলী বুদুর দ্বিতীয় পুত্র। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে মাস্টার্স কমপ্লিট করেন। এরপর তিনি হাইপারটেক সলিউশন্স কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর কিছুদিন পর ২০২০ সনের ২১ আগস্ট তার বাবা ইন্তেকাল করলে তিনি বোররচর ইউপি চেয়ারম্যান পদে ২০২১ সনের ২৮ নভেম্বর নির্বাচন করে পাস করেন। সাব্বির ভালুকা উপজেলার কাঠালি গ্রামের মো. হেলাল উদ্দিন শিকদার ও মিসেস বিলকিস আক্তারের কন্যা হুমায়রা আক্তার ফেরদৌসীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবদম্পতিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।