মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এডুকেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ১ জুলাই সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে ওই উদ্বোধন করা হয়।সভাপতিত্ব করেন পাঠাকাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এডুকেশন সেন্টারের পরিচালক ও পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: আবু শামীম মমতাজ, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এডুকেশন সেন্টারের প্রধান শিক্ষক কবি ও সাংবাদিক এ এম ফিরোজ, কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো: আজিজুল হক, কাজাইকাটা মৌলভী বাড়ী হাফিজিয়া সিরাজিয়া মাদরাসার প্রিন্সিপাল ও বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এডুকেশন সেন্টারের আরবী ও স্পোকেন ইংলিশ শিক্ষক মাওলানা মো: আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক কবি মো: আবু রায়হান, সহকারী শিক্ষক মো: আল আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এডুকেশন সেন্টারের সহকারী শিক্ষক, শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগণ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এডুকেশন সেন্টারের সহকারী শিক্ষক মো: হৃদয় হাসান। বিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্যসমুহের মধ্যে, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা কেয়ার, বিষয়ভিত্তিক হ্যান্ডনোট প্রদান, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়, মুক্তিযোদ্ধার সন্তান ও নারীদের জন্য বিশেষ ছাড়, সাপ্তাহিক ক্লাস টেস্ট ও কুইজ টেস্টের ব্যবস্থা, হাতে কলমে কম্পিউটার শিক্ষা, শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা প্রদান, সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা, স্পোকেন ইংলিশ শিক্ষা দেওয়া, আরবী শিক্ষা নিশ্চিত করা, ধুমপান ও রাজনীতি মুক্ত নিজস্ব ক্যাম্পাস, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দুরের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা এবং সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান করানো হয়।প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। প্লে থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত সকাল ৭ টা থেকে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত এবং ৫ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিকাল ৫.৩০ মিনিট থেকে রাত ৯ টা পর্যন্ত।