মো. আব্দুল মান্নান।।বিশ্বসেরা গবেষক ন্যানো বিজ্ঞানী মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান ড. সাইদুর রহমান স্যার এক মাসের ছুটিতে এখন দেশে অবস্থান করছেন। ৪ নভেম্বর তিনি দেশে আসেন। এরপর ৬ নভেম্বর তিনি তার গ্রামের বাড়ি উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামতে যান। ড. সাইদুর রহমান গ্রামে আসছেন শুনে এলাকার অসহায় দরিদ্র মানুষেরা তার সাথে সাক্ষাৎ করতে ছুটে আসেন। এছাড়া তিনি নিজেও স্থানীয় ময়মুরুব্বি, বন্ধু বান্ধব ও নানা শ্রেণি পেশার মানুষ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা যায়, গত বছর ২০২২ সনের নভেম্বর মাসে তিনি দেশে এসেছিলেন। বিশ্বসেরা গবেষক হিসেবে পুরষ্কার পাওয়ায় নিজ এলাকা চরনিয়ামতে, ফুলপুর উপজেলা প্রশাসন কর্তৃক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা, সংবর্ধনা, সনদ ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়। এবার দেশে আগমন উপলক্ষে ইতোমধ্যে তিনি নানা কর্মসূচি হাতে নিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে, নানা মানবিক কার্যক্রম তথা এলাকার হত দরিদ্র মানুষের মাঝে সাহায্য বিতরণ, আত্মীয় স্বজন, মুরুব্বি ও বন্ধুদের সাথে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন স্কুল কলেজ মাদরাসা ও ইউনিভার্সিটি পরিদর্শন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল ক্লাস নেওয়া। তার গ্রামে আসা উপলক্ষে আজ সোমবার (৬ নভেম্বর) তার গ্রামের বাড়িতে প্রায় ৬ শতাধিক মেহমান আগমন করেন। এসময় উনার খালু বগুড়া জজ কোর্টের উকিল এড. আব্দুর রাজ্জাক, ক্লাসমেট আজহারুল হক, চরনিয়ামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, চাচা মোফাজ্জল হোসেন, ফুলপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার ফুলপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, দৈনিক সবুজ পত্রিকার ফুলপুর প্রতিনিধি এটিএম রবিউল করিম রবি, বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি এম এ মান্নান, প্রতিদিনের সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি সেলিম রানা, সাংবাদিক বাহার উদ্দিন, নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ড. সাইদুর রহমান স্যার বলেন, এক মাসের ছুটিতে দেশে এসেছি। এ উপলক্ষে মা বাবাকে সময় দিব। এছাড়া বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেওয়া হয়েছে। শিডিউল অনুযায়ী এসব প্রোগ্রামে যোগদান করবো, ইনশাআল্লাহ। এসময় তিনি সকলের দোয়া কামনা করেন।