মো. আব্দুল মান্নান, ফুলপুর।।বিশ্বসেরা গবেষক ন্যানো বিজ্ঞানী মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে। এ গ্রামের ৪ কিলোমিটার কাঁচা সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর এটি দীর্ঘদিনের দাবি থাকলেও এখন শুধু এলাকাবাসীর নয় বরং সড়কটি সংস্কার করা পুলিশেরও দাবি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার (১৯ নভেম্বর) চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে সড়কের দূরাবস্থা দেখে ফুলপুর থানার ওসি আবুল খায়ের সোহেল সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে জানান। তিনি বলেন, এ সড়কটি জরুরিভিত্তিতে সংস্কার করা দরকার। তা নাহলে নির্বাচনের সময় এখানে যাতায়াত কষ্টকর হয়ে যাবে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, রামনাথপুর বাজার হতে বিশ্বসেরা গবেষক ন্যানো বিজ্ঞানী মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমানের বাড়ি হয়ে চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেনের বাড়ি, সাবেক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আবু তাহেরের বাড়ি, সাবেক জেলার মরহুম মাসুদুর রহমানের বাড়ি, কৃষি অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম মমতাজ উদ্দিনের বাড়ি, সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর স্বামী দৈনিক সংবাদ পত্রিকার সাবেক সম্পাদক মরহুম বজলুর রহমানের বাড়ি ও তিব্বত কোম্পানির সাবেক পরিচালক জমানের বাড়ি হয়ে চরনিয়ামত ঈদগাহ মাঠ পর্যন্ত ৪ কিলোমিটার কাঁচা সড়কের অবস্থা খুবই নাজুক। গ্রামীণ এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এ সড়ক দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী যাতায়াতসহ কৃষকরা তাদের ধান বন ঘরে তোলেন। এছাড়া এ এলাকায় বহু গুণীজনের বাড়িঘর রয়েছে। তারা এবং তাদের আত্মীয় স্বজনসহ অনেকেই গাড়ি নিয়ে গ্রামে আসেন। এমনকি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এ সড়ক দিয়ে চলাচল করে থাকেন। তখন গাড়ি নিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। সড়কটি জায়গায় জায়গায় ভেঙে গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গাড়ি কাত হয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। শুকনা সীজনে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষাকালে গাড়ি নিয়ে চলাচল দুরূহ হয়ে পড়ে। ওই গ্রামের কৃতি সন্তান বিশ্বসেরা গবেষক ড. সাইদুর রহমানকে চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯ নভেম্বর সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে ওই অনুষ্ঠানে গেলে কাকতালীয়ভাবে এ প্রতিবেদকের সাথে দেখা হয়ে যায় ফুলপুর থানার নতুন ওসি আবুল খায়ের সোহেলের সাথে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার ১৯ নভেম্বর তিনি বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছিলেন। এসময় এ প্রতিবেদককে ওসি আবুল খায়ের সোহেল বলেন, এ সড়কটি জরুরিভিত্তিতে সংস্কার করা দরকার। কারণ, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। জানা যায়, চরনিয়ামত এলাকায় যাওয়ার সময় ওসির গাড়ি নিয়ে যেতে কষ্ট হয়েছে। গাড়িতে টান উঠানো তো দূরে থাক, আস্তে আস্তে গেলেও গাড়ি কাত হয়ে যাচ্ছিল। এতে সময় ক্ষেপণসহ নানা সমস্যা হয়। এসময় ওসির সাথে থানার সেকেন্ড অফিসার এসআই সুমন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি চরনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কাশেম, সাবেক সহকারী প্রধান শিক্ষক মাওলানা আবু তালহা, ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক কম্পিউটার অপারেটর জিয়াদুল হক, চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, চরনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাতেম আলী ফরাজী, চরনিয়ামত উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য হাবিবুর রহমান রুবেল, বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি দারুল ইহসান কাসিমিয়া এক্সিলেন্ট মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান, চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৪ ব্যাচের বিদায়ী শিক্ষার্থী শশী নূর, রাইদুল, অন্তরা, বিলকিস প্রমুখ সড়কটি জরুরিভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন।